বাসস বিদেশ-৫ : মেক্সিকোর গ্যাস পাইপলাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে

193

বাসস বিদেশ-৫
মেক্সিকো-মৃত্যু সংখ্যা
মেক্সিকোর গ্যাস পাইপলাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে
মেক্সিকো সিটি, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : মেক্সিকোতে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার হিদালগো রাজ্যের গভর্ণর ওমর ফায়াদ একথা জানান। খবর তাসের।
ফায়াদের বরাত দিয়ে এল সোল ডি মেক্সিকো সংবাদপত্র জানায়, ‘এ বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে।’ সোমবার মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী জর্জ অলকোসার এ ঘটনায় ৮৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।
ফায়াদ জানান, গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ৫০ জনের বেশী মারাত্মকভাবে আহত হওয়ায় এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১৮ জানুয়ারি তিলাহুয়েলিলপান শহরের কাছে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে।
এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, মেক্সিকো এ বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে। এক্ষেত্রে কর্তৃপক্ষের কোন অবহেলা রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে।
বাসস/এমএজেড/১৩৩০/কেকে