বাসস দেশ-৩ : আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক

176

বাসস দেশ-৩
তথ্যমন্ত্রী-শোক
আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক
ঢাকা, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বরেণ্য গীতিকবি, সুরকার, অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রখ্যাত এ সঙ্গীতপ্রতিভার মৃত্যুতে পৃথক বার্তায় শোক জানিয়েছেন তথ্যসচিব আবদুল মালেক।
মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরের বাসায় হার্ট অ্যাটাক হলে বুলবুলকে স্থানীয় হাসপাতালে নেয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতিভাময় জীবনের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক ও নিবেদিত প্রাণ সঙ্গীতপ্রতিভাকে হারালাম। ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’র মত দেশাত্মবোধক গানে তার দেওয়া সুর বাংলাদেশের মানুষের বুকে চিরদিন বাজবে, বলেন মন্ত্রী।
তথ্যসচিব আবদুল মালেক বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল তার সঙ্গীতের মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানান।
বাসস/তবি/এমএবি/১৩১৫/রশিদ/-কেকে