বাসস বিদেশ-৩ : কানাডার নাগরিকদের মুক্তি দিতে চীনের প্রতি সাবেক কূটনীতিক ও শিক্ষাবিদদের আহবান

157

বাসস বিদেশ-৩
চীন-কানাডা-কূটনীতি
কানাডার নাগরিকদের মুক্তি দিতে চীনের প্রতি সাবেক কূটনীতিক ও শিক্ষাবিদদের আহবান
বেইজিং, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : কানাডার দুই নাগরিককে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহবান জানিয়ে শতাধিক সাবেক কূটনীতিক ও শিক্ষাবিদদের একটি গ্রুপ খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে এ দুই নাগরিককে আটক করা হয়। খবর এএফপি’র।
চীনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কার্যকলাপ চালানোর জন্য গত ১০ ডিসেম্বর সাবেক কূটনীতিক মাইকেল কভরিগ ও ব্যবসায়ী মাইকেল স্পাভরকে গ্রেফতার করা হয়।
যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াউ’র ভাইস প্রেসিডেন্ট মেং ওয়ানঝুকে কানাডার গ্রেফতারের প্রতিশোধ নিতে তাদেরকে চীনে আটক করা হয় বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, মেং ওয়ানঝু’র বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
ইংলিশ ও চাইনিজ ভাষায় লিখিত ওই চিঠিতে বলা হয়, কভরিগ ও স্পাভর চীনের মর্যদা বৃদ্ধি এবং বিশ্বের সাথে সম্পর্কোন্নয়নে কাজ করেন।
চিঠিতে বলা হয়, ‘কভরিগ ও স্পাভরের গ্রেফতার এই বার্তা বহন করে যে এটা গঠনমূলক কাজের জন্য অনভিপ্রেত এবং এমনকি এটা চীনের জন্য ঝুঁকিপূর্ণ।’ উল্লেখ্য, বিশ্বের ১৯টি দেশের ১৪৩ জন এ চিটিতে স্বাক্ষর করেন।
মেংয়ের গ্রেফতারের পর থেকেই অটোয়া ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ চিঠি লেখা হলো।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন চিঠিকে স্বাগত জানিয়েছে।
বাসস/এমএজেড /১৩০০/এমএবি