কলম্বিয়ায় পুলিশ একাডেমিতে হামলার দায়িত্ব স্বীকার বিদ্রোহীদের

210

হাভানা, ২১ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : কলম্বিয়ার বামপন্থী ইএলএন বিদ্রোহীরা বোগোটার পুলিশ একাডেমিতে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। ওই হামলায় ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে হামলাকারীও রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই হামলার ফলে কিউবায় অনুষ্ঠেয় শান্তি আলোচনা ভন্ডুল হয়ে গেল।
ন্যাশনাল লিবারেশন আর্মির ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘স্থাপনা ও সৈন্যদের ওপর চালানো এ হামলা বৈধ। যুদ্ধের আইনে এ ধরনের হামলার বৈধতা রয়েছে। এতে লড়াইরতদের বাইরে কেউ নিহত হয়নি।’