বাসস দেশ-৯ : ডাকসু নির্বাচন পরিচালনায় ৫ রিটার্নিং অফিসার নিয়োগ

187

বাসস দেশ-৯
ডাকসু-রিটার্নিং
ডাকসু নির্বাচন পরিচালনায় ৫ রিটার্নিং অফিসার নিয়োগ
ঢাকা, ১৯ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৫ জন অধ্যাপককে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
চীফ রিটার্নিং অফিসারকে সার্বিক সহায়তা প্রদানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ এই নিয়োগ প্রদান করেন।
পাঁচজন রিটার্নিং অফিসার হলেন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
উপাচার্য ইতোপূর্বে কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে চীফ রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
বাসস/সবি/এসই/১৬৩০/-আসচৌ