বাসস দেশ-২৫ : রাজধানীর পরিবাগে বৈদ্যুতিক সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে

716

বাসস দেশ-২৫
আগুন-নিয়ন্ত্রণ
রাজধানীর পরিবাগে বৈদ্যুতিক সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ৩০ মে, ২০১৮ (বাসস) : রাজধানীর পরিবাগের বৈদ্যুতিক সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) দেবাষীস বর্ধন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা বুধবার রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে ৫০ কেভির এই সাব-স্টেশনটির আগুন নেভায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা সাবস্টেশনটির আগুন নিয়ন্ত্রণে এনে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করেছে।
তিনি জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাত ৮টা ৪০ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
বাসস/এএসজি/এমএমবি/২৩০০/এবিএইচ