বাসস ক্রীড়া-৮ : স্টোনের পরিবর্তে উড

127

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-উড
স্টোনের পরিবর্তে উড
লন্ডন, ১৮ জানুয়ারি ২০১৯ (বাসস) : পিঠের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের টেস্ট দল থেকে ছিটকে পড়লেন ডান-হাতি পেসার অলি স্টোন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক ডানহাতি পেসার মার্ক উড।
ইংল্যান্ডের হয়ে ৪টি ওয়ানডে খেলেছেন স্টোন। তবে টেস্ট খেলার স্বাদ নিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই তার অভিষেক হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য তার। ইনজুরির কারণে টেস্ট খেলার অপেক্ষাটা বাড়লো ২৫ বছর বয়সী স্টোনের। আজই দেশের উদ্দেশ্যে ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে যাবার কথা রয়েছে স্টোনের।
গেল বছরের মে মাসে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন উড। আট মাস পর আবারো জাতীয় দলের টেস্ট ফরম্যাটে দলে ডাক পেলেন তিনি। গেল মাসে দুবাইয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রথম শ্রেনির ও তিনটি লিস্ট ‘এ’ ম্যাচে ১০ উইকেট শিকার করেন উড। তাই সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় উডকে দলে ডাকলো ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। দেশের হয়ে ১২টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে উডের। ব্যাট হাতে ২৯১ রান ও বল হাতে ৩০ উইকেট শিকার করেন উড।
আগামী ২৩ জানুয়ারি থেকে ব্রিজটাউনে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথমটি।
বাসস/এএমটি/১৬৪০/মোজা/স্বব