সমৃদ্ধশালী ও উন্নত দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে : পরিবেশ মন্ত্রী

227

মৌলভীবাজার, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধশালী ও উন্নত দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই লক্ষ্য পূরণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা বড়লেখা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। উন্নয়ন কখনোই দৃশ্যমান হবে না যদি সেখানে দুর্নীতি ভর করে।’
মো. শাহাব উদ্দিন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এই লক্ষ্য পুরণে সকলকে দূর্নীতি মুক্ত থাকতে হবে। কেউ দুর্নীতির ধারে কাছেও যাবেন না। দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। আপনিও দুর্নীতি মুক্ত থাকবেন। আপনার অফিসকেও রাখবেন। যার উপর যে দায়িত্ব আছে তা সুষ্ঠুভাবে পালন করবেন।’
এসময় মন্ত্রী বড়লেখা উপজেলাকে আজ থেকে দুর্নীতি মুক্ত ঘোষণা করেন।
বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদেরকে প্রথমে দুর্নীতি মুক্ত হতে হবে। এই বিভাগের কর্মকর্তারা সবার আগে দৃষ্টান্ত স্থাপন করুন যে, আমরা দুর্নীতি মুক্ত আছি।’
মন্ত্রী আরো বলেন, ‘এক বছরের মধ্যে দেশে একটি পরিবর্তন আসবে। এমন কিছু ব্যবস্থা নেয়া হবে যে, কেউ ইচ্ছা করে দুর্নীতি করতে পারবেন না। দুর্নীতি করলে নিজের জালে নিজেই ফেঁসে যাবেন।’
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।
পরে অপর এক অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ৬শ’ জনের মাঝে কম্বল বিতরণ করেন।