বাসস বিদেশ-৮ : শবরীমালা মন্দিরে প্রবেশকারী দু’নারী পুলিশী নিরাপত্তা চেয়েছে

164

বাসস বিদেশ-৮
ভারত-মন্দির-নারী
শবরীমালা মন্দিরে প্রবেশকারী দু’নারী পুলিশী নিরাপত্তা চেয়েছে
নয়াদিল্লী, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : দক্ষিণ ভারতের শবরীমালা মন্দিরে প্রবেশকারী দুই নারী সার্বক্ষণিক পুলিশী পাহারার জন্য দেশটির সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছেন। আবেদনে তারা তাদের জীবন বিপন্ন বলে উল্লেখ করেন।
কেরালা রাজ্যের এই শবরীমালা মন্দিরে দীর্ঘদিন ধরে ঋতুমতী কোন নারীর প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গত সেপ্টেম্বরে ভারতের সুপ্রিমকোর্ট দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা বাতিল করে। কিন্তু ভক্তরা আদালতের এ রায় গ্রহণে অস্বীকৃতি জানায়। কিন্তু চলতি বছর জানুয়ারিতে বিন্দু আমিনী ও কনকদুর্গা নামের দুই নারী পাহাড়ের চূড়ায় অবস্থিত এ মন্দিরে প্রবেশ করে।
এ ঘটনাকে কেন্দ্র করে ভক্তরা সহিংস বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও অনেকেই আহত হয়।
এই দুই নারীর আইনজীবী ইন্দিরা জয় সিং বৃহস্পতিবার আদালতে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এদিকে পালিয়ে থাকার এক পর্যায়ে কনক দুর্গা তার শ্বশুর বাড়ি গেলে শাশুড়ির হাতে নিগৃহীত হন। শাশুড়ি তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ অবস্থায় কনক দুর্গাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
মন্দিরে প্রবেশের পর থেকে প্রাণ হারানোর আশংকায় এই দুই নারী পালিয়ে বেড়াচ্ছিলেন। তারা দশ দশবার তাদের আশ্রয় পরিবর্তনে বাধ্য হয়।
ধারণা করা হচ্ছে শুক্রবার তাদের পুলিশী নিরাপত্তার বিষয়ে সুপ্রিমকোর্টে শুনানি হবে।
বাসস/জুনা/১৭১৩৫বেউ/-আরজি