কমলাপুর রেলওয়ে স্টেশনে বর্তমানে ট্রেন শিডিউল স্বাভাবিক

166

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : কমলাপুর রেলওয়ে স্টেশনে কম্পিউটার বেজড ইন্টার লকিং সিস্টেম পুরোপুরি স্বচল থাকায় বর্তমানে ট্রেন শিডিউল স্বাভাবিক রয়েছে।
এ ষ্টেশন থেকে রেল চলাচলে কোনপ্রকার সমম্যা নেই এবং কোন ট্রেনে শিডিউল বিপর্যয়ও নেই।
রেলপথ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
এতে বলা হয়, কমলাপুর রেলওয়ে স্টেশনে বুধবার সন্ধ্যায় কম্পিউটার বেজড ইন্টার লকিং সিস্টেমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের পর তা রাত ১টায় মেরামত করে রেলওয়ের কার্যক্রম পুরোপুরি চালু করা হয়। ফলে রেল চলাচলে কোনপ্রকার সমম্যা নেই এবং কোন ট্রেনে শিডিউল বিপর্যয় বর্তমানে নেই।
গতকাল বুধবার সন্ধায় রেলস্টেশনের মূল ভবনের দোতলায় অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে (রিলে রুম) অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ফলে কমলাপুর স্টেশনে ট্রেন আগমন ও বহির্গমনে ম্যানুয়ালি কাজ চালানো হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন এবং দ্রুত সময়ের মধ্যে তা চালুর নির্দেশনা দেন। পরে সংশ্লিষ্টদের তৎপরতায় রাত ১ টার মধ্যেই কম্পিউটার বেজড ইন্টার লকিং সিস্টেম পুরোপুরি সচল হয়।