বাসস বিদেশ-৭ : ওয়াশিংটন যাওয়ার পথে বেইজিংয়ে উ. কোরিয়ার শীর্ষ কূটনীতিক

143

বাসস বিদেশ-৭
উ.কোরিয়া-যুক্তরাষ্ট্র-চীন-কূটনীতি
ওয়াশিংটন যাওয়ার পথে বেইজিংয়ে উ. কোরিয়ার শীর্ষ কূটনীতিক
সিউল, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : উত্তর কোরিয়ার শীর্ষ এক কূটনীতিক বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উনের মধ্যে প্রত্যাশিত সম্মেলনের প্রাক্কালে শীর্ষ এক মার্কিন কর্মকর্তার সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন যাওয়ার পথে তিনি চীনে গেলেন। সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
কিমের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়ং চলকে বেইজিং বিমানবন্দরে একটি গাড়িতে উঠতে দেখা যায়। পিয়ংইয়ং ত্যাগের পর তাকে ছবিতে এভাবে দেখা গেল।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটনের উদ্দেশ্যে চীনের রাজধানী বেইজিং ত্যাগের কথা রয়েছে।
ওই বার্তা সংস্থা আরো জানায়, ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে শুক্রবার তিনি পম্পেও’র সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।
বাসস/এমএজেড/১৬৩৫/জুনা