বাসস বিদেশ-৬ : নিউইয়র্কে ২০১৮ সালে রেকর্ড সংখ্যক পর্যটকের ভ্রমণ

149

বাসস বিদেশ-৬
নিউইয়র্ক-পর্যটন
নিউইয়র্কে ২০১৮ সালে রেকর্ড সংখ্যক পর্যটকের ভ্রমণ
নিউইয়র্ক, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : নিউইয়র্কে ২০১৮ সালে রেকর্ড সংখ্যক পর্যটক ভ্রমণ করেছে। এ সংখ্যা ৬ কোটি ৫২ লাখ। বিদেশীদের মধ্যে ব্রিটিশ পর্যটক ছিল সবচেয়ে বেশি।
বুধবার নিউইয়র্কের পর্যটন বোর্ড একথা জানিয়েছে।
এনওয়াইসি অ্যান্ড কোম্পানি জানিয়েছে, গত বছর প্রায় ৫ কোটি ১৬ লাখ আমেরিকান ও ১ কোটি ৩৫ লাখ বিদেশী পর্যটক নিউইয়র্ক সফর করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ব্রিটেনের নাগরিকরাই সবচেয়ে বেশি নিউইয়র্ক সফর করে। তাদের সংখ্যা ছিল ১২ লাখ ৪ হাজার। এরপরের স্থানে আছে চীনের পর্যটক। গত বছর ১১ লাখ চীনা পর্যটক নিউইয়র্ক সফর করেন। এছাড়া কানাডার ১০ লাখ, ব্রাজিলের ৯ লাখ ২০ হাজার ও ফ্রান্সের ৮ লাখ ৭ হাজার পর্যটক বিগ অ্যাপেলে বেড়াতে আসেন।
মাস্টারকার্ডের বার্ষিক বৈশ্বিক পর্যটন নগরীর তালিকায় নিউইয়র্ক বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ বিদেশী পর্যটক সফরকারী নগরী হিসেবে স্থান পেয়েছে। ১ কোটি ৩১ লাখ সফরকারীর ভিত্তিতে তালিকাটি করা হয়েছে।
ব্যাংকক এই তালিকার শীর্ষে রয়েছে। এরপরের স্থানে আছে যথাক্রমে লন্ডন, প্যারিস, দুবাই ও সিঙ্গাপুর।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এই রাজধানীতে পর্যটন খাতে ৩ লাখ ৯০ হাজারেরও বেশি লোক কর্মরত রয়েছে।
কর্তৃপক্ষ আশা করছে ২০১৯ সালে নিউইয়র্কে ৬ কোটি ৭০ লাখ পর্যটক ভ্রমণ করবে।
বাসস/কেএআর/১৬১০/জুনা