বাসস বিদেশ-৫ : ভেনিজুয়েলায় পার্লামেন্ট প্রেসিডেন্টকে আটক করায় ১২ জনকে জেলে পাঠিয়েছে আদালত

141

বাসস বিদেশ-৫
ভেনিজুয়েলা-রাজনীতি
ভেনিজুয়েলায় পার্লামেন্ট প্রেসিডেন্টকে আটক করায় ১২ জনকে জেলে পাঠিয়েছে আদালত
কারাকাস, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ভেনিজুয়েলার একটি আদালত দেশটির গোয়েন্দা সংস্থার ১২ এজেন্টকে বুধবার কারাগারে পাঠিয়েছে। পার্লামেন্ট প্রেসিডেন্ট জুয়ান গুইদোকে স্বল্প সময় আটক রাখায় তাদের জেলে পাঠানো হয়। বিচার বিভাগীয় সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
ক্ষমতার অপব্যবহার করায় তারা অভিযুক্ত হওয়ার পর বিচার পূর্ব আটক অবস্থায় এদের রিমান্ড মঞ্জুর করেছে কারাকাস আদালত।
গুইদো রোববার ভেনিজুয়েলার রাজধানীর বাইরে একটি রাজনৈতিক সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় এসইবিআইএন এজেন্টরা মহাসড়কে তার গাড়ি থামায় এবং তাকে আটক করে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার এ বিষয়ে কোনকিছু জানার কথা নাকচ করে দিয়েছে এবং এ ঘটনায় জড়িত চার এজেন্টকে বরখাস্ত করা হয়েছে বলে প্রাথমিকভাবে বলা হয়েছে।
মাদুরো পুরো ঘটনাকে একটি ‘মিডিয়া সার্কাস’ হিসেবে অভিহিত করেন। তিনি ভেনিজুয়েলার বিরোধীদের সাথে ষড়যন্ত্র করার জন্যে এজেন্টদের দায়ী করেন।
বাসস/এমএজেড/১৫২০/জুনা