বাসস দেশ-২৮ : সাংবাদিক আবু বকর চৌধুরীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক

159

বাসস দেশ-২৮
শোক-আবু বকর
সাংবাদিক আবু বকর চৌধুরীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী আজ এক যৌথ বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক নেতৃবন্দ বলেন, আবু বকর চৌধুরী ছিলেন পেশাদার সাংবাদিকতার এক উজ্জ্বল নাম। তিনি বিভিন্ন সময়ে দৈনিক মানবকণ্ঠ, আমাদের সময়, সমকালসহ সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে নেতারা আবু বকর চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ মঙ্গলবার ভোর ৫টায় হার্ট অ্যাটাকে আবু বকর চৌধুরী মারা যান। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া জামে মসজিদে প্রথম ও জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ২য় নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
বাসস/সবি/এমএআর/১৮৪০/-আসচৌ