বাসস দেশ-২৭ : ৩২ হাজার পরিবার পাবে পাকা ঘর : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

159

বাসস দেশ-২৭
পাকা ঘর-এনামুর
৩২ হাজার পরিবার পাবে পাকা ঘর : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
নীলফামারী, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, যাদের জমি আছে কিন্তু বাড়ি নেই, সারা দেশে এমন ৩২ হাজার পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এতে প্রতি জেলার নির্মান করা হবে ৫০০ করে বাড়ি।
তিনি আজ নীলফামারী সার্কিট হাউজে সাংবাদিকদের একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে ১৫ মিটার দীর্ঘ ১৩ হাজার সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত এসব সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করা হবে।
মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে প্রথম নীলফামারী জেলা সফরে এসে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন তিনি। এরপর বিকেলে সদর উপজেলার পলাশবাড়ি পরশমনি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে তিন হাজার কম্বল ও ৫০ পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ হাশিম ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বাসস/সংবাদদাতা/এসই/১৮৪০/এমএবি