বাসস দেশ-২৪ : সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রগতিশীল মন্ত্রণালয়ে পরিণত করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

124

বাসস দেশ-২৪
সংস্কৃতি প্রতিমন্ত্রী-ঐতিহ্য
সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রগতিশীল মন্ত্রণালয়ে পরিণত করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়কে একটি প্রগতিশীল মন্ত্রণালয়ে পরিণত করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয়ের সকল দপ্তর ও সংস্থা প্রধানের সাথে বৈঠক করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাবমূর্তি দিনদিন উজ্জ্বল হবে।
তিনি আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়কে সাজাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক কাজ করা হবে।’
তিনি বলেন, সোনারগাঁওয়ের মেলা অভ্যন্তরে ১৬৮ বিঘা জমি রয়েছে। এ জায়গাটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে পর্যটন আকর্ষণসহ এর হৃত গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোরশেদ আলম।
বাসস/তবি/এসএস/১৮৩০/কেএমকে