মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে : মায়া

411

চাঁদপুর, ৩০ মে, ২০১৮ (বাসস) : মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের মাঝে গণসচেতনতা তৈরির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
আজ বুধবার চাঁদপুরের মতলবে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।
মতলবের ফেরিতে মাদকের চেক পয়েন্ট বসানোর নির্দেশ দিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, যে কোন মূল্যে মাদক নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।
এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, বন্যা আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন একাডেমিক ভবন ও রাস্তাঘাটের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এ সময়ে ত্রাণ মন্ত্রী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। আগামী জুনের মধ্যে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পন্নের তাগিদ দেন তিনি।