বাসস দেশ-২৭ : কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

296

বাসস দেশ-২৭
দুর্ঘটনা-হতাহত
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ঢাকা, ১৩ জানুয়ারি, ২০১৯ (বাসস) : কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে।
এছাড়া এ দুর্ঘটনায় অপর দু’জন আহত হয়।
আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় সোহরাব মিয়ার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মকবুল হোসেন (৩৫) ও যাত্রী ৬ বছরের শিশু নেহা।
এ দুর্ঘটনায় নিহত শিশুটির মা উম্মেহানী (৩০) ও মারুফ হোসেন (১৬) আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে উম্মেহানী তার শিশু কন্যা নেহাকে নিয়ে স্থানীয় সোনাকান্দা বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে আলুকান্দা বাজারে যাচ্ছিল। পথে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় সোহরাব মিয়ার মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক মো. মকবুল হোসেন ও শিশু নেহা নিহত হয়।
গুরুতর আহত অবস্থায় নেহার মা উম্মেহানী ও অপর যাত্রী মারুফ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত নেহার পিতার নাম মো. জসীম উদ্দীন। তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা গ্রামে। মকবুল হোসেনের পিতার নাম আব্দুল করিম। তার বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা গ্রামে।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৪০/কেজিএ