বাজিস-৯ : পঞ্চগড়ের করতোয়া নদীতে খাচায় মাছ চাষ প্রকল্পের উদ্বোধন

595

বাজিস-৯
পঞ্চগড়-উদ্বোধন
পঞ্চগড়ের করতোয়া নদীতে খাচায় মাছ চাষ প্রকল্পের উদ্বোধন
পঞ্চগড়, ১২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : নেট জাল দ্বারা ভাসমান খাঁচা বানিয়ে নদীতে মাছ চাষ করার পাইলট প্রকল্প গ্রহণ করেছে জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ। আজ শনিবার এ প্রকল্পের মাধ্যমে করতোয়া নদীতে ৪টি খাঁচায় ৪০ কেজি মাছ ছেড়ে দিয়ে এর উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, ওসি তদন্ত শাহ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ প্রকল্প সম্পর্কে উপজেলা মৎস কর্মকর্তা জানিয়েছেন, ১০ ফিট চওড়া ২০ ফিট লম্বা একটি খাঁচাতে ১০০ গ্রাম ওজনের ১০ কেজি চাপের মাছ চাষ করা যাবে। ছয় মাস পর একটি মাছের ওজন হবে ১ কেজি করে।বছরে দুইবার এই পদ্ধতিতে মাছ চাষ করা যাবে। নদী, নালা, খাল, বিল কোনটাই আজ অভিশাপ নয়, সবই বিজ্ঞান সম্মত প্রযুক্তি ব্যবহার করে এ জলাধার থেকে উপকৃত হওয়ায় ক্ষেত্র হয়েছে তৈরী। উন্নত এ প্রযুক্তিতে খাঁচায় মাছ চাষ প্রেরণা যোগাবে গ্রামের মানুষদের। তারাও এ পদ্ধতি অবলম্বন করে স্বাবলম্বী হতে পারবেন।
উপজেলা পরিষদ ও মৎস্য বিভাগ যৌথভাবে জেলার দেবীগঞ্জ করতোয়া নদীতে এ প্রকল্পে মাছ চাষ করার কাজ বাস্তবায়ন করছেন।
বাসস/সংবাদদাতা/২০৩৮/মরপা