বাসস বিদেশ-৫ : চলতি বছর ২৪ সাবেক ফার্ক বিদ্রোহীকে হত্যা করা হয়েছে : দাবি সংগঠনটির

236

বাসস বিদেশ-৫
কলম্বিয়া-ভোট-সংঘাত
চলতি বছর ২৪ সাবেক ফার্ক বিদ্রোহীকে হত্যা করা হয়েছে : দাবি সংগঠনটির
বোগোটা, ৩০ মে, ২০১৮ (বাসস ডেস্ক): কলম্বিয়ার সাবেক বিদ্রোহী সংগঠন ফার্ক দাবি করেছে, চলতি বছর তাদের ২৪ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে। অব্যাহত সংঘাতের কারণে সরকারের সাথে করা ভঙ্গুর শান্তি চুক্তি হুমকির মুখে থাকার প্রেক্ষাপটে ফার্কের এ দাবি সে বিষয়েই একধরণের সকর্তকতা।
খবর এএফপি’র।
ফার্ক ২০১৬ সালে সরকারের সাথে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে। এরপর এটি নতুন করে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
ফার্ক বলছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে সমাজে ফিরে যাওয়ার প্রক্রিয়াকালে তাদের তিন সদস্যকে হত্যা করা হয়।
ফার্ক দাবি করছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে দলটির মোট ২৪ জন সাবেক যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট জোয়ান ম্যানুয়াল সান্তোষের কাছে পাঠানো এক প্রতিবেদনে দলটি দাবি করেছে, শান্তিচুক্তির পর ২০১৬ সাল থেকে এ পর্যন্ত তাদের মোট ৪০ জন সাবেক যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
দলটি সরকারের বিরুদ্ধে শান্তিচুক্তি বাস্তবায়নে অনিহার অভিযোগ করে বলেছে যে, ডানপন্থী গ্রুপ ও সরকারী আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের হাতে সাবেক ফার্স আন্দোলনের যোদ্ধারা প্রাণ হচ্ছে।
সরকার তাদের দলের সহযোদ্ধাদের, তাদের পরিবার ও দলীয় কর্মীদের রক্ষায় কোন কাজ করছে না।
ফার্ক হুঁশিয়ার করে বলেছে, ‘যখন তারা অস্ত্র সমর্পণ করে প্রকাশ্য রাজনীতিতে প্রবেশ করেছে তখন ক্রমাগত হামলার মাধ্যমে এ ধরণের হত্যকা-ের ঘটনা মেনে নেওয়া হবে না।’
বাসস/কেকে/১-৫৫/জুনা