বাসস ক্রীড়া-১৩ : অভিষেকেই হ্যাটট্রিকে বিশ্বরেকর্ড আলিসের

546

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিপিএল
অভিষেকেই হ্যাটট্রিকে বিশ্বরেকর্ড আলিসের
ঢাকা, ১১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের নবম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আজ হ্যাট্টিক করেছেন ঢাকা ডায়নামাইটসের স্পিনার আলিস ইসলাম। এটি ছিলো আলিসের ক্যারিয়ারের প্রথম টি-২০ ম্যাচ। টি-২০ ফর্মেটে অভিষেক ম্যাচেই হ্যাট্টিক করা প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন আলিস। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেকেই কোন খেলোয়াড়ের বল হাতে হ্যাট্টিক নেই। আলিসের হ্যাট্টিকের ম্যাচে ২ রানে জয় পায় ঢাকা।
রংপুরের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে বল হাতে আক্রমণে আসেন আলিস। ঐ ওভারে আক্রমণে আসার আগে ২ ওভারে ১২ রানে ১ উইকেট শিকার করেছিলেন তিনি। নিজের তৃতীয় ওভারে শেষ তিন বলে রংপুরে মোহাম্মদ মিথুন, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ফরহাদ রেজাকে শিকার করে হ্যাট্টিক পূর্ণ করেন আলিস। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আলিস।
আলিসের অভিষেক ম্যাচে হ্যাট্টিক হলেও, বিপিএলে এটি ছিলো দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৫ সালে সিলেট সিক্সার্সের বিপক্ষে বরিশাল বুলসের হয়ে হ্যাট্টিক করেছিলেন আল-আমিন হোসেন।
বাসস/এএসজি/এএমটি/২০১০/স্বব