বাজিস-৮ : আজ আনুষ্ঠানিকভাবে নীলফামারী মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হয়েছে

319

বাজিস-৮
নীলফামারী- মেডিক্যাল -কলেজ
আজ আনুষ্ঠানিকভাবে নীলফামারী মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হয়েছে
নীলফামারী, ১০ জানুয়ারি, ২০১৯ (বাসস) : নীলফামারী মেডিক্যাল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের জেলা শহরের অদুরে পলাশবাড়ি নামক স্থানে ডায়াবেটিক হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাশ শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেন।
নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রবিউল ইসলাম শার্হে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র সাহা, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী, কলেজের প্রথম প্রথম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, ইমরান হোসেন, অপরাজিতা সরকার ও অভিভাবক মজিবুর রহমান।
প্রধান অতিথি সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা প্রত্যেকেই এই মেডিক্যাল কলেজের ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে। কারণ কলেজের যাত্রা শুরুর সাথে তোমাদের নাম লেখা থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে একজন প্রকৃত চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করবে। তোমাদের সুনামে ছড়িয়ে পড়বে কলেজটির সুনাম।
কলেজের অধ্যক্ষ ডা. রবিউল ইসলাম শাহ্ জানান, কলেজটিতে প্রথম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত ওই অস্থায়ী ক্যাম্পাসে ক্লাশ চলবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ৩ জন সহযোগি অধ্যাপক ও ৫ জন প্রভাষক নিয়োগ পেয়েছেন। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলমান আছে।
উল্লেখ্য, জেলা শহরের অদুরে নটখানা নামক স্থানে স্বাস্থ্য বিভাগের ৫১ দশমিক ৩ একর জমিতে ওই মেডিক্যাল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলমান আছে। ইতিমধ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন করে ডিপিপি জমা করেছে কর্তপক্ষ।
বাসস/সংবাদদাতা/১৮৫৯/মরপা