সাংবাদিক-বান্ধব বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে : তারানা হালিম

793

ঢাকা, ২৯ মে, ২০১৮ (বাসস) : তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সাংবাদিক-বান্ধব বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিলে এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে সাংবাদকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠন করা হয়েছে এবং খুব শিগগিরই তাদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ঘোষণা করা হবে।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমে মন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সাব-এডিটররা হচ্ছেন গণমাধ্যমের প্রাণ। তাদের কল্যাণে আমরা যথাযথ সহযোগিতা করবো।
তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে দেশের উন্নয়নে। সরকার ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই সরকার কাজ করছে এবং করবে।
ডিএসইসি’র সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও বায়রা’র সাবেক মহাসচিব মনছুর আহামেদ কালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।