জঙ্গিবাদ ও মাদক নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

606

ঢাকা, ৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : টানা দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আসাদুজ্জামান খাঁন কামাল দেশকে জঙ্গিবাদ ও অবৈধ মাদক মুক্ত করার ক্ষেত্রে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখায় আমার দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে এবং আমি তার আস্থার প্রতি সম্মান জানাতে সর্বোচ্চ চেষ্টা করবো।’ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অবশ্যই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল ও মাদকের অপব্যবহার বন্ধে এ হুমকি মোকাবেলায় সরকারের জিরো টলারেন্স নীতির সাথে সঙ্গতি রেখে সর্বোচ্চ চেষ্টা করবো।’
মন্ত্রী আইন-শৃংখলা বজায় রাখতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃংখলা বাহিনী বিশেষ করে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিন্তু বিএনপি-জামায়াত সরকারের আমলে জঙ্গিবাদী কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা দেয়া হতো এবং সারাদেশে এর নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল। তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ বাহিনীর সফল অভিযানের কারণে সারা বিশ্বে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে রোল মডেলে পরিণত হয়েছি।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সারাদেশে এখন বিপুল উন্নয়ন কর্মকান্ড চলছে।