বাজিস-১১ : সিলেটের ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৫ বোমামেশিন জব্দ

407

বাজিস-১১
সিলেট- জব্দ
সিলেটের ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৫ বোমামেশিন জব্দ
সিলেট, ২৯ মে ২০১৮ (বাসস) : জেলার গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারী এলাকায় অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত দু’টি বোমা মেশিন ও বিপুল সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। আরো দু’টি বোমা মেশিন জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ-এর নেতৃতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
নির্বাহী অফিসার জানান, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রেলওয়ের রোপওয়ে (স্থানীয়ভাবে রেলওয়ে বাংকার হিসেবে পরিচিত) এলাকায় বোমা মেশিনের সাহায্যে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি বোমা মেশিন ও মেশিনের বিপুল সরঞ্জামাদি ধ্বংস করা হয়। এসময় দুটি বোমা মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
রেলওয়ে বাংকারের সরকারী জমিতে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ১টি মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নির্বাহী কর্মকর্তা জানান। তিনি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান আরো জোরদার করা হবে।
বাসস/সংবাদদাতা/১৯৩৮/মরপা