জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জনের জিপিএ-৫ লাভ

904

জয়পুরহাট, ৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত নানা কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রত্যন্ত অঞ্চলে ও এর সুফল ছড়িয়ে পড়ছে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিয়ে সদ্য ঘোষিত ফলাফলে ২১১ জনের মধ্যে ১২০ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় উত্তরাঞ্চলের ছোট জেলায় জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। এরমধ্যে ২৬ জন রয়েছে কাব-স্কউট।
বিদ্যালয় সূত্র বাসস’কে জানায়, জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ শ ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যারমধ্যে ১ শ ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। এরমধ্যে ২৬ জন রয়েছে কাব-স্কাউট সদস্য। বিদ্যালয়ে সাধারন শিক্ষা ক্যারিকুলামের পাশাপাশি কো এডুকেশন হিসেবে স্কাউটিং, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডও পরিচালনা করা হয়। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নানা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে রয়েছে ’মাদার্স ক্লাব’। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত নানা কর্মসূচি তুলে ধরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহফুজুর রহমান তালুকদার বলেন, অভিভাবকদের সচেনতনতা এবং শিক্ষকদের আন্তরিকায় ভাল ফলাফল হয়েছে। শিক্ষার্থীদের সাধারন জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কো- এডুকেশন কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান, কাব-স্কাউট শিক্ষক মো: হাবিবুর রহমান। এ ছাড়াও ২০১৮ সালের কাবিং কার্যক্রমের মূল্যায়নে ২৯ জন কাব-স্কাউট পর্যায়ের সর্বোচ্চ শাপলা কাব এ্যাওয়ার্ড লাভ করে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জণ করে জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে এ এ্যাওয়ার্ড গ্রহণ করেন শিক্ষার্থীরা।