বাসস দেশ-২১ : বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৭৩তম

349

বাসস দেশ-২১
বাংলাদেশ-সাইবার সিকিউরিটি
বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৭৩তম
ঢাকা, ২৯ মে, ২০১৮ (বাসস) : বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি সূচকের ১০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৩ তম। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) এই সূচক প্রকাশ করে। বিশ্বব্যাপী সাইবার অপরাধ এবং বড় ধরণের সাইবার সংকট মোকবেলা, মৌলিক সাইবার হুমকি এবং সাইবার দুর্ঘটনা প্রতিরোধ করার করার প্রস্তুতি পরিমাপ করে এই অবস্থান নির্নয় করে থাকে।
এনসিএসআই-এর ওয়েবসাইট (লিঙ্ক: যঃঃঢ়://হপংর.বমধ.বব/হপংর-রহফবী/) ১০০ টি দেশের সূচক প্রকাশ করে দেখিয়েছে যে, ৮৩.১২ স্কোর নিয়ে ফ্রান্স সূচকের শীর্ষে এবং একই স্কোর নিয়ে জার্মানি দ্বিতীয় এবং ৮১.৮২ স্কোর নিয়ে এস্তোনিয়া তৃতীয় স্থান অর্জন করেছে।
বাংলাদেশ ২৫.৯৭ স্কোর নিয়ে শ্রীলংকা, ইন্দোনেশিয়া, নেপাল ও ভূটানের মত কয়েকটি দক্ষিণ এশীয় দেশের তুলনায় এগিয়ে রয়েছে। শ্রীলংকা ২৩.৩৮ পয়েন্ট নিয়ে ৭৭ তম এবং ইন্দোনেশিয়া, নেপাল ও ভুটান যথাক্রমে ১৯.৪৮, ১২.৯৯ এবং ১২.৯৯ পয়েন্ট নিয়ে সূচকের ৮৩, ৯২তম স্থানে রয়েছে।
বাসস/এমএমএ/১৮২৮/আরজি