ডাঃ কাজী রবিউল হকের ইন্তেকাল

630

যশোর, ৫ জানুয়ারি, ২০১৮ (বাসস) : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যশোরের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মী ডাঃ কাজী রবিউল হক শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
আজ বাদ এশা ঢাকার মোহম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আজ রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে যশোর অম্বিকা বসু লেনের তাঁর পৈত্রিক বাড়ি ‘আঁকাবাঁকা’ ভবনে সকাল১১টা পর্যন্ত এবং পরে উদীচী যশোর কার্যালয়ে সামনে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে, বাদ জোহর যশোর ঈদগাহ ময়দানে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা শেষে যশোর কারবালা গোরস্তানে দাফন সম্পন্ন করা হবে।
তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন। তিনি ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নিয়োজিত মনিসিংহ-ফরহাদ ট্রাষ্টের ট্রাষ্টি বোর্ডের সদস্য।
ডাঃ কাজী রবিউল হকের ছেলে কাজী বর্ণ উত্তম ও কন্যা ডাঃ কাজী স্বর্ণ রেখা দুবাই এর কনসিভ ফারটিলিটি হাসপাতালে কর্মরত।