মার্কিন মেরিনে নতুন নিয়োগে এই প্রথম নারী-পুরুষের মিলিত বুট ক্যাম্প

209

ওয়াশিংটন, ৫ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক): মার্কিন মেরিনে নতুন যোগ দিতে যাওয়া প্রায় অর্ধশত নারী সৈনিক এই প্রথমবারের মতো পুরুষ সৈনিকের পাশাপাশি গুরুত্বপূর্ণ বুট ক্যাম্প প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছে। খবর এএফপি’র।
এরআগে মার্কিন নৌবাহিনী নির্দিষ্ট লিঙ্গের প্রশিক্ষক দিয়ে নারী ও পুরুষদের পৃথক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতো।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এখন, এক নারী প্লাটুন ও পাঁচ পুরুষ প্লাটুন নিয়ে থার্ড রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়ন পারিস আইর‌্যান্ড রিক্রুট ঘাঁটিতে তাদের প্রশিক্ষণ শুরু করবে।
এতে আরো বলা হয়, প্রশিক্ষণের দক্ষতার স্বার্থে মেরিন কোর্পস নেতৃত্ব এমন সিদ্ধান্ত নেন।
এক্ষেত্রে পুরুষ সৈনিকদের যে ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে অভিজ্ঞতার অংশ হিসেবে একই প্রশিক্ষণ নিতে ১২ সপ্তাহের জন্য প্রায় অর্ধশত নারীকে পাঠানো হচ্ছে।