বাসস দেশ-৯ : সৈয়দ আশরাফের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

283

বাসস দেশ-৯
আশরাফ-শোক
সৈয়দ আশরাফের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
ঢাকা, ৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য ও সম্মিলিত সামাজিক আন্দোলন শোক জানিয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ আজ এক শোক বার্তায় বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম সততা, নিষ্ঠা ও ত্যগের যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তা সত্যিই বিরল। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এই সজ্জন ব্যক্তির মৃত্যুতে দেশ একজন পরিচ্ছন্ন আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ অপর বিবৃতিতে বলেন, দেশের গণতান্ত্রিক চর্চা, সততা ও নীতি নৈতিকতার ক্ষেত্রে আপোষহীন রাজনীতিক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন সর্বমহলে সমাদৃত।
তারা বলেন, সৈয়দ আশরাফ মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার প্রশ্নে ছিলেন আজীবন আপোষহীন। নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে দেশবাসী ব্যথিত, তাঁর কর্মময় জীবন জাতীয় অগ্রযাত্রার ক্ষেত্রে অনুকরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকার্ত পরিবার পরিজন, সহকর্মী শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
বাসস/সবি/এসই/১৭১৫/অমি