নরসিংদীতে শাক-সবজি ও চালের মূল্য হ্রাস

440

নরসিংদী, ৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : আমন চাল ও শীতকালীন শাক-সবজি ব্যাপক সরবরাহে এসব পণ্যের দাম অনেক কমেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনে বাজারে চালের মূল্য কমে গেছে।
বর্তমানে চালের প্রতি কেজির সর্বোচ্চ বিক্রয় মূল্য ৩৫ থেকে ৩৭ টাকা। এরোমেটিক চালের দাম কমে হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা, যা এক মাস আগে ছিল ৯০ থেকে ৯৫ টাকা।
চলতি মৌসুমে জেলায় প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শাকসবজিও উৎপন্ন হয়েছে।
স্থানীয় বাজার সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর জেলায় শাক-সবজির দাম অনেক কম।