মহাজোটের সরকারের সাথেই থাকার পক্ষে জাতীয় পার্টির সংসদ সদস্যরা : জিএম কাদের

327

ঢাকা, ৩ জানুয়ারি, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা মহাজোটের সরকারের সাথেই থাকার পক্ষে মত দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ মত দেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি আজ বাসসকে বলেন, জাতীয় পার্টি মহাজোট হিসেবে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছে এবং সেই হিসেবে মহাজোটের সাথেই সরকারে থাকতে এক মত হয়েছেন।
বৈঠক শেষে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। তাই সব এমপিই সরকারের সাথে থাকতে চান। একাদশ সংসদে জাতীয় পার্টির ভূমিকা কী হবে, তা নির্ধারণে আজ জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যগণ সংসদে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। তবে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ্ এরশাদ ছাড়া বাকি সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তিনি অসুস্থ থাকায় শপথ নিতে পারেননি জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি।
সভায় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নুসহ প্রায় ১৬ জন সংসদ সদস্য বক্তব্য রাখেন বলে বৈঠক সূত্রে জানা যায়।