বাসস ক্রীড়া-৮ : আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর

309

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-মুস্তাফিজুর
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর
ঢাকা, ২৯ মে, ২০১৮ (বাসস/এএফপি) : আগামী মাসে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে খেলতে পারবেন না বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। বাঁ পায়ের পাতার ইনজুরির কারণে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে গেল সপ্তাহে জাতীয় দলের ক্যাম্পে যোগদানের পর অনুশীলনে ব্যাথা অনুভব করেন মুস্তাফিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ‘পরীক্ষা-নিরীক্ষায় বাঁ পায়ের আঙ্গুলে ফাটল দেখা দিয়েছে। ফলে কয়েক সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে ।’
বিসিবির সিনিয়র ফিজিও দেবাশিষ চৌধুরি বিবৃতি বলেন, ‘এ ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে এবং ফলে আফগানিস্তানের বিপক্ষে সে খেলতে পারবে না।’
চিকিৎসক আরও বলেন, ‘মুস্তাফিজ দু’সপ্তাহের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে বলে আশা করি।’
ভারতের দেরাদুনে আগামী ৩ থেকে ৭ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। দু’দেশের প্রথম টি-২০ সিরিজে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক হয়েই মাঠে নামবে আফগানিস্তান।
আগামী ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেকের টেস্টের আগে নিজেদের প্রস্তুতের সুযোগ পাচ্ছে আফগানিস্তান।
টি-২০ আইসিসি র‌্যাংকিং-এ অষ্টমস্থানে রয়েছে আফগানিস্তান। দশমস্থানে রয়েছে বাংলাদেশ।
বাসস/এএফপি/এএমটি/১৭১০/আহা/-স্বব