বাসস প্রধানমন্ত্রী-৬ (লিড) : আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত

575

বাসস প্রধানমন্ত্রী-৬ (লিড)
পুতিন-হাসিনা-অভিনন্দন
আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত
ঢাকা, ২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং শেখ হাসিনার সরকারের সাথে কাজ করতে তার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসস’কে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
পুতিন অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে এক সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়।
পুতিন দু’টি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার প্রশংসা করেন ও সরকার প্রধান হিসেবে তার প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মকান্ডে সফলতা কামনা করেন।
বাসস/টিএ/অনুবাদ-অমি/২১১০/রশিদ/-কেএমকে