ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়া’র মধ্যে যৌথ শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ

377

ঢাকা, ২৯ মে ২০১৮(বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়া’র মধ্যে যৌথ শিক্ষা কার্যক্রম চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে।
আজ আগা খান ডেভেলমমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)-এর রেসিডেন্ট ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভ মুনির এম. মেরালি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এই উদ্যোগের কথা জানান।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়া’র মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু,শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় নিয়েও মতবিনিময় করেন।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ নার্স তৈরি করতে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে পাঠদান পদ্ধতি আধুনিকায়নের লক্ষ্যে শিক্ষক ও নার্সদের প্রশিক্ষণ প্রদানে একেডিএন রিপ্রেজেনটেটিভ আগ্রহ প্রকাশ করেন।
একেডিএন-এর আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ব্যাপারেও বৈঠকে আলোচনা করে ঐকমত্যে পৌঁছেন।
আগা খান ডেভেলমমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)-এর পৃষ্ঠপোষকতায় ২০০০ সালে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়া প্রতিষ্ঠা করা হয়।
কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র ও তাজিকিস্তানে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়ার পৃথক ৩টি ক্যাম্পাস রয়েছে।