বাসস ক্রীড়া-১৫ : ওয়ানডে ক্রিকেটে দারুণ একটি বছর শেষ করল বাংলাদেশী পেসাররা

433

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-ওয়ানডে
ওয়ানডে ক্রিকেটে দারুণ একটি বছর শেষ করল বাংলাদেশী পেসাররা
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে দারুণ একটি বছর শেষ করলো বাংলাদেশী পেসাররা। টি-২০তে না পারলেও ওয়ানডে ক্রিকেটে দলগতভাবেও ভাল করেছে বাংলাদেশ দল। এ বছর খেলা মোট ২০টি ওয়ানডে ম্যাচে ১৪২টির মধ্যে ৯০ উইকেট শিকার করেছেন টাইগার পেসাররা। পরিসংখ্যান অনুযায়ী ৫০ ওভার ফর্মেটে দ্বিতীয় সেরা বাংলাদেশী পেসাররা। পুর্ন সদস্য ১২ দলের মধ্যে সেরা ৪ দশমিক ৭০ ইকোনোমি রেট এবং দ্বিতীয় সেরা গড় বাংলাদেশী পেসারদের। পঞ্চম সেরা ৩২ দশমিক ৬১ স্ট্রাইক রেটও তাদের।
চলতি বছর ওয়ানডে সিরিজ ও টুর্নামেন্টে দলের পক্ষে বড় ভুমিকা রেখেছে ফাস্ট বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় ছাড়াও এশিয়া কাপ ফাইনাল খেলেছে টাইগাররা। বছরের শেষ দিকে নিজ মাটিতে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়েও ব্যতিক্রমী পারফরমেন্স করেছে বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা।
ওয়ানডেতে এ বছর সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলাররা। ২০১৮ সালে খেলা ১৭ ওয়ানডেতে ৯৭ উইকেট পেয়েছেন প্রোটিয়া পেসাররা। তৃতীয় সর্বোচ্চ ৮৯টি করে উইকেট পেয়েছেন ইংল্যান্ডে ও পাকিস্তানের পেসাররা।
পুরো বছরই প্রাধান্য বিস্তার করে খেলেছেন ভারতীয় ও আফগানিস্তানের স্পিনাররা। তারপরও ২৫টির বেশি করে উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের টেন্ডাই চাতারা(৩০), বাংলাদেশের মুস্তাফিজুর রহমান(২৯), বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা(২৬)
দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনডিগি(২৬) এবং শ্রীলংকান পেসার থিসারা পেরেরা।

ওয়ানডে ক্রিকেটে ২০১৮ সালে বিভিন্ন দেশের পেসারদের পরিসংখ্যান :

দল ম্যাচ পসোরদরে উইকটে মোট ওভার গড় ইকোনোমি স্ট্রাইক রটে
দক্ষণি আফ্রকিা ১৭ ৯৭ ৫১১.১ ২৮.১২ ৫.৩৩ ৩১.৬১
বাংলাদশে ২০ ৯০ ৩৮৯.১ ২৫.৫৭ ৪.৭০ ৩২.৬১
ইংল্যান্ড ২৪ ৮৯ ৫৮০.১ ৩৭.৮৪ ৫.৮০ ৩৯.১১
পাকস্তিান ১৮ ৮০ ৪১৪.৪ ২৮.৬৩ ৫.৫২ ৩১.১০
অস্ট্রলেয়িা ১৩ ৭৭ ৪৫৬.২ ৩৪.৭০ ৫.৮৫ ৩৫.৫৫
জম্বিাবুয়ে ২৬ ৭৭ ৫৪৩.৩ ৩৯.৪৮ ৫.৫৯ ৪২.৩৫
আয়ারল্যান্ড ১৩ ৭৫ ৩৯৩.২ ২৪.৭৬ ৪.৭২ ৩১.৪৮
উইন্ডজি
১৮ ৭২ ৪৭১.১ ৩৭.১২ ৫.৬৭ ৩৯.২৬
শ্রীলঙ্কা ১৭ ৭১ ৩৩৯.১ ২৫.২৬ ৫.৩৬ ২৮.৬৬
নউিজল্যিান্ড ১৩ ৬৮ ৪০৪.২ ৩১.৩৩ ৫.২৭ ৩৫.৬৭
ভারত ২০ ৬২ ৪১৮.৫ ৩৭.৭০ ৫.৫৮ ৪০.৫৩
আফগানস্তিান ২০ ৪২ ৩২৪.৩ ৩৮.০৭ ৪.৯২ ৪৬.৩৫

দল ম্যাচ পেসারদের উইকেট মোট ওভার গড় ইকোনোমি স্ট্রাইক রেট
দক্ষিণ আফ্রিকা ১৭ ৯৭ ৫১১.১ ২৮.১২ ৫.৩৩ ৩১.৬১
বাংলাদেশ ২০ ৯০ ৩৮৯.১ ২৫.৫৭ ৪.৭০ ৩২.৬১
ইংল্যান্ড ২৪ ৮৯ ৫৮০.১ ৩৭.৮৪ ৫.৮০ ৩৯.১১
পাকিস্তান ১৮ ৮০ ৪১৪.৪ ২৮.৬৩ ৫.৫২ ৩১.১০
অস্ট্রেলিয়া ১৩ ৭৭ ৪৫৬.২ ৩৪.৭০ ৫.৮৫ ৩৫.৫৫
জিম্বাবুয়ে ২৬ ৭৭ ৫৪৩.৩ ৩৯.৪৮ ৫.৫৯ ৪২.৩৫
আয়ারল্যান্ড ১৩ ৭৫ ৩৯৩.২ ২৪.৭৬ ৪.৭২ ৩১.৪৮
উইন্ডিজ ১৮ ৭২ ৪৭১.১ ৩৭.১২ ৫.৬৭ ৩৯.২৬
শ্রীলংকা ১৭ ৭১ ৩৩৯.১ ২৫.২৬ ৫.৩৬ ২৮.৬৬
নিউজিল্যান্ড ১৩ ৬৮ ৪০৪.২ ৩১.৩৩ ৫.২৭ ৩৫.৬৭
ভারত ২০ ৬২ ৪১৮.৫ ৩৭.৭০ ৫.৫৮. ৪০.৫৩
আফগানিস্তান ২০ ৪২ ৩২৪.৩ ৩৮.০৭ ৪.৯২ ৪৬.৩৫
বাসস/২০০৫/স্বব