বাসস ক্রীড়া-১৩ : সিএ’র বর্ষসেরা ওয়ানডে একাদশ মুস্তাফিজ; নেই অস্ট্রেলয়ার কেউই

391

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-আইসিসি
সিএ’র বর্ষসেরা ওয়ানডে একাদশ মুস্তাফিজ; নেই অস্ট্রেলয়ার কেউই
সিডনি, ৩১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত টেস্ট দলে সুযোগ না পেলেও ওয়ানডে একাদশে আছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে একাদশে নেই অস্ট্রেলিয়ার কোন খেলোয়াড়।
চলতি বছর বাংলাদেশের জার্সি গায়ে ১৮টি ওয়ানডে খেলেছেন মুস্তাফিজ। শিকার করেছেন ২৯ উইকেট। বোলিং গড়- ২১ দশমিক ৭২। ইকোনমি- ৪ দশমিক ২০। ম্যাচে তার সেরা বোলিং ফিগার- ৪৩ রানে ৪ উইকেট।
টেস্টে বাংলাদেশের সেরা বোলার ছিলেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তবে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে দেশের জার্সি গায়ে দাপট দেখিয়েছেন ফিজ। টি-২০ ফরম্যাটেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ। ১৩ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট।
মুস্তাফিজ ছাড়াও এই একাদশে আছেন, ভারতের রোহিত শর্মা-বিরাট কোহলি-কুলদীপ যাদব-জসপ্রিত বুমরাহ, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-জো রুট-জশ বাটলার, ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমায়ার, শ্রীলংকার থিসারা পেরেরা, আফগানিস্তানের রশিদ খান। এই একাদশের অধিনায়ক নির্বাচন করা হয়েছে ভারতের কোহলিকে।
বাসস/এএমটি/১৯১৫/স্বব