মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৮ জন নিহত

205
Mexican police officers and paramedics work in the scene of a road accident, where a bus driving tourists to Chacchoben archaeological zone overturned between El Cafetal and Mahahual, in Quintana Roo state, Mexico on December 19, 2017. At least eleven tourists who arrived in the Mexican Caribbean on a US cruise ship were killed and another 20 injured in a road accident on Tuesday when they were heading to an archaeological zone, the Quintana Roo state government reported. / AFP PHOTO / Manuel Jesús ORTEGA CANCHEMANUEL JESUS ORTEGA CANCHE/AFP/Getty Images

মেক্সিকো সিটি, ৩১ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যে রোববার একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে আটজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
এক বিবৃতিতে নগরীর কর্তৃপক্ষ জানায়, লিকনে এ বাস দুর্ঘটনা ঘটে। তারা জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত চালকসহ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজ্যের জনস্বাস্থ্য সচিব ড্যানিয়েল দিয়াজ সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
তিনি জানান, মারাত্মকভাবে আহতদের মধ্যে গর্ভবতী এক নারী রয়েছে।
দুর্ঘনার কারণ জানতে তদন্ত চলছে।