বাসস দেশ-১৭ : চট্টগ্রামের ১৬ আসনে উৎসবমুখর ভোটগ্রহণ চলছে

125

বাসস দেশ-১৭
চট্টগ্রাম-নির্বাচন
চট্টগ্রামের ১৬ আসনে উৎসবমুখর ভোটগ্রহণ চলছে
চট্টগ্রাম, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে প্রথমবারের মত ইলেক্টনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। এ আসনে ১৪৪টি কেন্দ্রের ৯২০টি ভোট কক্ষের প্রতিটিতে একটি করে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটভুক্ত বিভিন্ন দল, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের বিভিন্ন দল, সিপিবি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ফ্রন্ট ও স্বতন্ত্র মিলে ১১৫ জন প্রার্থী চট্টগ্রামের ১৬টি আসনে প্রতিদ্বন্ধিতা করছেন। জেলা নির্বাচন অফিসের তালিকা অনুযায়ী, চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ১২ হাজার ৭৫ এবং নারী ভোটার ২৭ লাখ ২৫ হাজার ৩৯০ জন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন বাসসকে জানান, ‘দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রাম জেলার ১৬টি আসনে শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।’
চট্টগ্রাম জেলায় ভোটগ্রহণ তদারকি করতে সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের চারটি নিয়ন্ত্রণ কক্ষ ও একটি উচ্চ পর্যায়ের কারিগরি দল কাজ করছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে নগরী ও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
সকাল সাড়ে আটটায় মীরসরাই উপজেলার উত্তর ধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন চট্টগ্রাম জেলায় মহাজোটের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বাসসকে বলেন, ‘জনগণ চেয়েছিলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়া। আজকের অবাধ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। মোশাররফ বলেন ‘মুক্তিযুদ্ধের পক্ষের গণজোয়ার দেখে আমি অভির্ভুত। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী’।
চট্টগ্রাম-১ মীরসরাই আসনের মলিয়াইশ উচ্চবিদ্যালয় কেন্দ্রের চার নম্বর বুথের প্রথম ভোট প্রদানকারী আহমেদ কুতুব বাসসকে জানান, ‘বুথের প্রথম ভোটটি দিতে পেরে আমি খুবই আনন্দিত। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি চাই আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসুক।’
সকাল সাড়ে ৯টার দিকে পাশ্ববর্তী সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শেখটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে নারী-পুরুষের লম্বা লাইন। সকাল ১০টার দিকে শেখটোলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল হুদা বাসসকে জানান ৩ হাজার ৩শ’ ৩০ ভোটের মধ্যে তখন ৯৮২ জন ভোট দিয়েছেন। এছাড়া চট্টগ্রাম-৪ (সীতাকু- ও চট্টগ্রাম নগরী আংশিক) আসনের বাড়বকু- উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটাররা কেন্দ্রের দিকে ছুটছে। নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল। ভোট দেয়ার পর ফরিদ উদ্দিন নামের একজন জানালেনÑ ‘শুনেছিলাম অনেক গ-গোল হবে। এখানে এসে দেখলাম কোন সমস্যাই নেই। নিশ্চিন্তে ভোট দিয়েছি।’
বাসস/ডিবি/কেসি/১৪৪৫/-এমএবি