বাসস দেশ-১৫ : ময়মনসিংহের ১১টি আসনে শান্তিপূর্ন পরিবেশে চলছে ভোট গ্রহণ

134

বাসস দেশ-১৫
ময়মনসিংহÑভোট
ময়মনসিংহের ১১টি আসনে শান্তিপূর্ন পরিবেশে চলছে ভোট গ্রহণ
ময়মনসিংহ, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ময়মনসিংহের ১১টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৩২৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
জেলার ১১টি আসনে এবার ৫৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্ধীতা করছেন। ১১টি আসনে ৩৭ লাখ ৫০ হাজার ৯শ’ ৬৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ১৮ লাখ ৯৩ হাজার ৬৪৯ জন এবং মহিলা ভোটার ১৮ লাখ ৫৭ হাজার ৩শ’ ১৯ জন। জেলার প্রতিটি আসনে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি টহলের জন্য পুলিশের ৪টি টিম, র‌্যাবের ২টি টিম, বিজিবির ২টি টিম, সেনাবাহিনীর ২টি সহ মোট ১০টি টিম আইন শৃংখলার দায়িত্ব পালন করছেন।
শীত উপক্ষো করে ভোট দিতে এসেছেন পয়ারকান্দি গ্রামের ভোটার সাখাওয়াৎ হোসেন (৮৫)।
তিনি বলেন,সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তিনি খুবই আনন্দিত।
প্রিজাইডিং কর্মকর্তা রেজাউল করিম বাসসকে জানান,শান্তিপূর্ণ ভোট গ্রহনে সকল সহযোগিতা ভোটারদের দেয়া হয়েছে।এখানে কোন সমস্যা নেই।
জেলা রির্টানিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান,ভোট গ্রহন চলাকালে এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।
বাসস/সংবাদদাতা/এসএস/১৪১৫/-এমএবি