বাসস দেশ-১৪ : হানিফ ও ইনু নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন

124

বাসস দেশ-১৪
ইনু-কুষ্টিয়া
হানিফ ও ইনু নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন
কুষ্টিয়া, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু আজ সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
সকাল ৮টা ১০ মিনিটে কুষ্টিয়া-৩ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী মাহবুব-উল-আলম হানিফ স্বপরিবারে কুষ্টিয়া সরকারী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে হানিফ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে সকাল ৮ টায় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোট প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজ এলাকা ভেড়ামারা দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, জনগণ জঙ্গি-সন্ত্রাস-হত্যা খুনের রাজনীতিকে পরিহার করে উন্নয়নের পক্ষে রায় প্রদান করবে।
এছাড়া, সকাল ৮ টা ৫৫ মিনিটে কুষ্টিয়া-৩ আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার সদর উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
সকাল ৮টায় জেলার মোট ৫৬৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শীত উপেক্ষা করে সকালে ভোটাররা কেন্দ্রে আসেন তবে সময় বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ভোট গ্রহণ সুষ্ঠু করতে কুষ্টিয়ায় ২৫ জন নির্বাহী মাজিস্ট্রেট, ১৫ প্লাটুন বিজিবি এবং ২ প্লাটুন সেনাবাহিনীসহ ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে।
বাসস/সংবাদদাতা/এসই/১৪০৫/এমএবি