বাংলাদেশী শান্তিরক্ষীদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ৩০ বছর পূর্তি

742

বাসস দেশ-২০
বাংলাদেশী শান্তিরক্ষী-পূর্তি
বাংলাদেশী শান্তিরক্ষীদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ৩০ বছর পূর্তি
ঢাকা, ২৮ মে, ২০১৮ (বাসস) : বাংলাদেশী শান্তিরক্ষীদের চলতি বছর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ৩০ বছর পূর্তি হচ্ছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষী ১৯৮৮ সাল থেকে অংশ নেওয়া শুরু করে।
এদিকে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালন করবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী প্রদান করেন।
পৃথক বাণীতে তাঁরা উল্লেখ করেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে অদ্যাবধি বাংলাদেশী শান্তিরক্ষী সদস্যরা সর্বোচ্চ পেশাদারি মনোভাব, আনুগত্য ও সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন। তাদের অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ¦ল হয়েছে।
বাসস/নিজস্ব/জেডআরএম/২০৫৩/-শহক