নৌকার গণজোয়ার দেখে ঐক্যফ্রন্ট ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে : নাসিম

366

সিরাজগঞ্জ, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নৌকার গণজোয়ার দেখে ঐক্যফ্রন্ট ভীত-সস্ত্রস্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, ১৯৭০ সালের মতো ২০১৮ সালেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকার গনজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার এই গণজোয়ারে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভীত-সন্ত্রস্ত হয়ে নির্বাচনী মাঠ ছেড়ে পালানোর পাঁয়তারা করছে।
মোহাম্মদ নাসিম আজ বৃহষ্পতিবার নিজ নির্বাচনী এলাকা কাজিপুরের পিপুলবাড়িয়া বাজারে মনসুরনগর থানা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন।
থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, সাবেক এমপি তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে দুপুরে মোহাম্মদ নাসিম বেলকুচিতে (সিরাজগঞ্জ-৫ আসনে) আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কার বিজয় হবে আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।
তিনি বলেন, ৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছিল। ২০১৮ সালে বাংলার মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খানের সভাপতিত্বে জনসভায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লেিগর সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, আব্দুল মজিদ মন্ডল ও ম ম আমজাদ হোসেন মিলন এমপি, রাজধানীর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে সন্ধ্যায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) নির্বাচনী এলাকার সলঙ্গায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সলঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি রায়হান গফুরের সভাপতিত্বে জনসভায় সিরাজগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ মনোনতি প্রার্থী ডা. আব্দুল আজিজ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।