পছন্দের মার্কায় ভোট দেয়ার আহ্বান জানালেন ড. কামাল হোসেন

340

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ যাতে আগামী ৩০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা অবশ্যই নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকালে ভোটের প্রচারের শেষ দিন রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে বিষেশ বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, আগামী ৩০ ডিসেম্বর নারী-পুরুষ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যাবেন। পছন্দের মার্কায় ভোট দিবেন ।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেকোনো নির্বাচনে ভোট প্রদানকে একটি উৎসব মনে করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ‘ভোট উৎসবে’ অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।