বাসস দেশ-২৪ : নৌকা জিতলে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার ইকোনমিক হাব : ইঞ্জিনিয়ার মোশাররফ

128

বাসস দেশ-২৪
ইঞ্জিনিয়ার মোশাররফ-মতবিনিময়
নৌকা জিতলে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার ইকোনমিক হাব : ইঞ্জিনিয়ার মোশাররফ
চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন ‘নৌকা জিতলে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার ইকোনোমিক হাব, আর মীরসরাই হবে এ হাবের প্রাণকেন্দ্র।’
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে মীরসরাইয়ের ধুম ইউনিয়নে নিজ বাড়িতে মীরসরাইয়ের সাংবাদিকের সংগঠন ‘সুবন্ধন’ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীর সাথে মতবিনিময়’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কোনো বিকল্প নেই। তিনি বলেন, গত ৪৭ বছরের মধ্যে ২৮ বছর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ক্ষমতায় থেকে দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাস উপহার দিয়েছে। আর আওয়ামী লীগ ১৮ বছর ক্ষমতায় থেকে দেশকে উন্নয়ন আর সমৃদ্ধি উপহার দিয়েছে।
আগামী দিনে এ ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীদের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই বলেও চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী উল্লেখ করেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে মীরসরাই আর গ্রাম থাকবে না, শহরে পরিণত হবে। কারণ এখানে দেশের সর্ববৃহৎ ইকোনোমিক জোনের বাস্তবায়ন কাজ চলছে। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে মীরসরাইয়ে আর বেকার থাকবে না।’
মীরসরাইয়ের বিস্তৃর্ণ পাহাড়ি এলাকায় ইকো-ট্যুরিজম বাস্তবায়ন করার কথা উল্লেখ করে তিনি বলেন, এটির বাস্তবায়ন এ অঞ্চলের পর্যটন শিল্পকে পাল্টে দিবে।’
ইঞ্জিনিয়ার মোশাররফ এ সময় চট্টগ্রামের সার্বিক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ সম্পাদক জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, সাংবাদিক এনায়েত হোসেন মিঠু, এম আনোয়ার হোসেন, বাবলু দে প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/ডিবি/জেডআরএম/১৮৪৫/এএএ