বাসস দেশ-২১ : নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও জঙ্গিবাদীদের বর্জন করুন : আমির হোসেন আমু

519

বাসস দেশ-২১
আমু-জাপা-নির্বাচনী সভা-
নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও জঙ্গিবাদীদের বর্জন করুন : আমির হোসেন আমু
ঝালকাঠি, ২৫ ডিসেম্বর ২০১৮ (বাসস) : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের বর্জন করার আহ্বান জানিয়েছেন।
আজ সন্ধ্যায় ঝালকাঠির পোস্ট অফিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত কোন উন্নয়ন করেনি। বিএনপি নির্বাচন থেকে হঠাৎ উঠে গেলেও নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেজন্য জাতীয় পার্টি সবগুলো আসনে প্রার্থী দিয়েছিল। জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন দিচ্ছে। কারণ তারা মহাজোটের অংশীদার।
মহাজোট ঐক্যবদ্ধ থাকায় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কমপক্ষে ২০০ আসনে জয়ী হবে। ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে সমর্থন জানিয়ে এ জনসভার আয়োজন করে জেলা জাতীয় পার্টি। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী এম. এ কুদ্দুস খান শিল্পমন্ত্রীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন জানান।
বাসস/সংবাদদাতা/এমএআর/২১৩৩/এমএবি