জামিন জালিয়াতি : এক আইনজীবীকে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

378

বাসস দেশ-১৩
হাইকোর্ট-আদেশ
জামিন জালিয়াতি : এক আইনজীবীকে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা
ঢাকা, ২৮ মে, ২০১৮ (বাসস) : তিন মামলায় জামিন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে আইনজীবী মো. জালাল উদ্দিনের ওপর মামলা পরিচালনায় ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে তাকে ছয় মাসের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।
বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয় বলে সূত্র জানায়।
একই সঙ্গে জালিয়াতির ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে বলা হয়েছে।
আইনজীবী জালাল উদ্দিন তিনটি মামলায় কখনো জামাল উদ্দিন আবার কখনো জালাল উদ্দিন নাম ব্যবহার করেছেন। যখন জামাল নাম ব্যবহার করেছেন তখন তিনি আইডি ব্যবহার করেছেন হারুন অর রশিদ নামে এক আইনজীবীর। তাদের উপস্থিতিতে হাইকোর্ট আজ এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল জালিয়াতির বিভিন্ন তথ্য তুলে ধরেন। সঙ্গে ছিলেন সহকারী এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বাসস/এএসজি/ডিএ/১৭৪০/আহা/- কেজিএ