বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে দু’দেশের গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে : ইকবাল সোবহান চৌধুরী

266

ঢাকা, ২৯ মে, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় রাখতে গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ভারত আজ বিশ্বে পঞ্চম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশও উন্নয়শীল দেশের কাতারে পা দিয়েছে। তাই দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরো বাড়াতে হবে। এ ব্যাপারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিক বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা।
মূল প্রবন্ধে ইমক্যাবের উপদেষ্টা হারুন হাবীব বলেন, বাংলাদেশ-ভারত প্রার্থীত সম্পর্কের নবদিগন্তে দু’দেশের গণমাধ্যমেরই গুরুত্বপূর্ণ অবদান আছে। দু’দেশেরই মূলধারার গণমাধ্যম এই সম্পর্ককে লালন করেছে, দু’দেশেরই এমন গোষ্ঠী আছে যারা পুরনোকে আকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে চায়।
মতবিনিময় সভায় অন্য বক্তারা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে দু’দেশের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি গণমাধ্যমকেও ইতিবাচক ভুমিকা পালন করতে হবে। আলোচনার মাধ্যমে দু’দেশ তিস্তার পানি সমস্যার সমাধানে পৌঁছাতে পারবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।