বাসস ক্রীড়া-১১ : প্রিমিয়ার লীগে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিলেন সাউথগেট

302

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ইংল্যান্ড-সাউথগেট
প্রিমিয়ার লীগে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিলেন সাউথগেট
লন্ডন, ২৪ ডিসেম্বর ২০১৮ (বাসস/ওয়েবসাইট) : প্রিমিয়ার লীগে ফেরার কোন প্রস্তাব পাননি উল্লেখ করে ক্লাব ব্যবস্থাপনায় ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট।
ঐতিহাসিক ২০১৮ সাল উপভোগ করা ৪৮ বছর বয়সি এই কোচ রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে দিয়েছেন থ্রি লায়ন্স ফুটবল দলকে। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড দল। ফলে তারা জায়গা করে নিয়েছে প্রথমবারের মত আয়োজিত নেশন্স লীগে। যেটি শুরু হবে আগামী বছর।
জাতীয় দলকে নিয়ে এমন সফলতায় সাউথগেটকে ম্যানচেস্টার ইউনাইটেডে হোসে মরিনহোর পরিবর্তিত হিসেবে সম্ভাব্য প্রার্থির তালিকায় ধরা হয়েছিল। যে ক্লাবটির অন্তর্বর্তীকালনি কোচের দায়িত্ব নিয়েছেন উলে গুনার সুলশার।
গত অক্টোবরে ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে নতুন করে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়া মিডলসব্রোর’র সাবেক কোচ অবশ্য জাতীয় দল ছেড়ে যাবার কোন কারণ খুঁজে পাচ্ছেননা। তিনি স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে ক্লাব ফুটবলে যোগ দেয়াটা সহজ। তবে বিষয়টি বিবেচনা করার মত কোন কারণ আমি দেখছি না।’
ইংলিশ কোচ বলেন, ‘২৮ বছরের ইতিহাসে আমরা মাত্র সেরা বছরটি উদযাপন করছি। আগামী বছর গ্রীষ্মে আমরা আরেকটি সেমি-ফাইনাল খেলব। তা ছাড়া তিন মাস আগে আমি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছি।’
সাউথগেট বলেন, ‘ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বটির জন্য আমি দারুণভাবে গর্বিত। ইউরোপীয় চ্যাম্পিয়নশীপে আমি ইংল্যান্ড দলের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছি। যার অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েম্বলিতে। সুতরাং আমার জন্য এটি একটি চমৎকার মুহূর্ত।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯২৫/মোজা/স্বব