বাসস দেশ-২১ : ভোট কেনার জন্য টাকা বিতরণকালে মির্জা আব্বাসের দুই কর্মী আটক : চার লাখ টাকা উদ্ধার

325

বাসস দেশ-২১
টাকা বিতরণ-আটক
ভোট কেনার জন্য টাকা বিতরণকালে মির্জা আব্বাসের দুই কর্মী আটক : চার লাখ টাকা উদ্ধার
ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ভোট কেনার জন্য টাকা বিতরণকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দুই কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হচ্ছে- শহীদুল ইসলাম ও মো: মুহিত। এ সময় তাদের কাছ থেকে নগদ চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: আতিকুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুরে শাহজাহানপুর এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে ডিবি মতিঝিল জোনের সদস্যরা শহীদুল ও মুহিতকে হাতেনাতে আটক করেছে।মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের নজরদারীতে রাখা হয়েছিল।আটককৃতরা ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কর্মী বলে স্বীকার করেছে ।গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বলেছে মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকন মালয়েশিয়া থেকে তাদের কাছে এই টাকা পাঠিয়েছেন।
বাসস/এএসজি/এমএমবি/১৯১৬/জেহক